মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপায় মোঃ আশিক আহম্মদ চৌধুরী (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২১ নভেম্বর ২০১৮) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আশিক চৌধুরী উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মিলন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মোটর সাইকেলযোগে লাখাই থেকে মুড়াকারি যাচ্ছিলেন পথিমধ্যে ফুলবাড়িয়া নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমরান হোসেন এ প্রতিনিধিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।