ফিল্মি কায়দায় মাদ্রাসাছাত্রী অপহরণ

সংবাদদাতা ।।
এক মাদ্রাসাছাত্রী অপহরনের শিকার হয়েছে। অপহৃত ছাত্রীর নাম সরমিন আক্তার (১৫)। নিকলী উপজেলার গুরুই মসজিদপাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সে। স্থানীয় বেয়াতিরচর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।
সরমিনের বাবা তাজুল ইসলাম জানান, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সরমিনকে প্রায়ই একই পাড়ার ৩ বখাটে মিন্টো মিয়া (২৫), তৌহিদ (২২) ও লালু (২৪) উত্ত্যক্ত করতো। ভয় ও আতংকে প্রতিবাদ করার সাহস পায়নি। নিরবে অত্যাচার সয়ে যেতে হয়েছিল। গত রোববার ১৫ই নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে ওৎ পেতে থাকা ৩ বখাটে ও তাদের কতিপয় সহযোগী মাদ্রাসার সামনের গুরই-হিলচিয়া সড়ক থেকে জোড়পূর্বক একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। ছাত্রীটি আর্তচিৎকার করলেও সিএনজিচালিত অটোরিকশা দ্রুত পালিয়ে যাওয়ায় এলাকাবাসীর পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর ধারণা এ ঘটনাটি প্রেমঘটিত কারণে ঘটতে পারে। উল্লেখ্য, এই ঘটনার কয়েক বছর আগেও ২০০৭ সালে  একই মাদ্রাসার ৩ ছাত্রীকে এভাবে উঠিয়ে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা।
নিকলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মাহবুব আলম বলেন, এ ব্যাপারে সরমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করতে আসেনি। বাদীর লিখিত অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তসাপেক্ষে তার সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!