সংবাদদাতা ।।
নিকলী উপজেলায় আন্তঃস্কুল শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে বাছাই পর্ব শেষে ২৯ ডিসেম্বর মঙ্গলবার নিকলী খেলার মাঠে চূড়ান্ত খেলা ও পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবিবের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচনা করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। সার্বিক খেলা পরিচালনা করেন নিকলী জি,সি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ।