আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুরুইয়ের মেলা

আল রোমান, নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে আজ থেকে। প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু হয় প্রাচীন এই মেলার।

বড় আকারের তামার পাতিলে তবারক রান্না আর বাউল-ফকিরের আধ্যাত্মিক আসরের মধ্যদিয়ে শুরু হয় গুরুই মেলা। সপ্তাহব্যাপী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সার্কাস, নাগরদোলা, সাপ খেলা, বানর খেলাসহ রকমারি পসরা নিয়ে আসেন ব্যবসায়ীরা। বসে বিন্নি ও অন্যান্য ধানের খই, কদমা, বাতাসা, গুড়, জিলাপির দোকানসহ বিভিন্ন ধরনের আরো অনেক দোকান। মেলা উপলক্ষে মাঠের পাশে বাজারে বসে কাঠের আসবাবপত্রের বিশাল কাঠের মেলা; যা এক মাসব্যাপী থাকে।

মেলার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও গ্রামপুলিশের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতির যোগাযোগ নিবিড়। মেলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণচাঞ্চল্য। গুরুই ইউনিয়নের মানুষ এই ঐতিহাসিক মেলাকে তাদের “দ্বিতীয় ঈদ” মনে করে থাকেন। মেলাকে কেন্দ্র করে এলাকার শিশু-কিশোররা আগে থেকেই টাকা জমিয়ে রাখতে থাকে মেলায় খরচ করবে বলে। পারিবারিকভাবে দূরবর্তী আত্মীয়-স্বজনকে মেলায় বিশেষ দাওয়াত দেয়া হয়।

প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার গুরুইয়ের মেলার কখন থেকে উৎপত্তি হয় তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তথ্য মতে, প্রায় সাড়ে পাঁচশত বছর আগে প্রাক মোগল আমলে সুলতান মাহমুদ শাহের পুত্র বারবাক শাহের শাসনামলে গুরুইয়ে একটি মসজিদ নির্মাণ হয়। যা গায়েবী মসজিদ বলে পরিচিত গুরুই শাহী জামে মসজিদ। পরবর্তীতে মসজিদকে কেন্দ্র করে এলাকায় এই গ্রামীণ মেলার যাত্রা শুরু হয়। প্রবীণ লোকজন বলেন, সম্ভবত বর্তমানে গুরুইয়ের মেলার বয়স ২ থেকে ৩শ’ বছর হতে পারে।

Similar Posts

error: Content is protected !!