আমাদের নিকলী ডেস্ক ।।
মিঠামইনে হোমিও ওষুধ সেবন করে দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হোমিও চিকিৎসাকেন্দ্র থেকে ওষুধ কিনে খাওয়ার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে তারা মারা যান। মঙ্গলবার (৫ মার্চ ২০১৯) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন– উপজেলার কামালপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২) ও একই গ্রামের পছন্দ আলীর ছেলে শুকুর মাহমুদ (৪৩)।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মিঠামইন বাজারের সুজন হোমিও হল থেকে চিকিৎসার জন্য ওষুধ সেবন করেন। ওষুধ সেবনের কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দু’জনকেই কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সূত্র : বাংলা ট্রিবিউন