সংবাদদাতা ।।
এ.বি. নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ২৫ জানুয়ারি সোমবার বিদ্যালয় চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্ববোধ সম্পর্কে উপদেশ দেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সুন্দর আয়োজনে সবার উপস্থিতিতে স্কুল প্রাঙ্গন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অন্যদের পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীও আলোচনায় অংশগ্রহণ করে।