হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
বৃহস্পতিবার (২ মে ২০১৯) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জের সদর উপজেলার মহিসবেড় এলাকা থেকে মাদক বিক্রির এক হাজার পাঁচশত টাকা, একটি মোবাইল সেট ও ২৮০ পিস ইয়াবাসহ মো. জামান মিয়া (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ। আটককৃত জামান কিশোরগঞ্জ সদর থানার মহিসবেড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান।
লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের সদর উপজেলার মহিসবেড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. জামান মিয়াকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান।