বাবুস ছালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী রূপা হারিয়ে গেছে

মোছাঃ রূপা আক্তার। বয়স ১০ বছর। উচ্চতা ৩’-৬’’। গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো, লাল রংয়ের প্রিন্টের সালোয়ার কামিজ। স্বাস্থ্য মোটামুটি ভাল। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং একটু মানসিক ভারসাম্যহীন।

তার ঠিকানা : পিতা- মৃত সোহরাব উদ্দিন, সাং-কুমরী, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ। ২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় মাদ্রাসার হোস্টেল থেকে কাউকে কিছু না বলে চলে গেছে। রূপা বাবুস ছালাম হাফিজিয়া মাদ্রাসা (আবাসিক), রশিদাবাদ, থানা ও জেলা- কিশোরগঞ্জে নূরানী শ্রেণীতে পড়াশোনা করত।

বিষয়টি নিয়ে রূপার অভিভাবক, আত্মীয়-স্বজন ও বাবুস ছালাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষও অনুতাপ বোধ করছে। রূপা আক্তারের হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ১৩৭৫। তারিখ: ২২/০৭/২০১৭ ইং।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক মোবাইল : ০১৭৪৬৪৫৯৮৫১ (হাফেজ মাওলানা আঃ কাদির, প্রধান শিক্ষক, বাবুস ছালাম হাফিজিয়া মাদ্রাসা)-এ জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!