তৃষ্ণার্ত “বোলা”র পানি পান!

প্রচণ্ড গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। অতিষ্ট কীট-পতঙ্গও। বৃহস্পতিবার (৪ জুলাই ২০১৯) “আমাদের নিকলী ডটকম”-এর বিশেষ প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন-এর বাড়ির চাপকলে পালা করে পানি খেতে আসা তৃষ্ণার্ত একটি “বোলা”র পানি পানের চেষ্টা।

ছবি : খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি

Similar Posts

error: Content is protected !!