নিকলী আওয়ামী যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ।।

করোনা পরিস্থিতিতে পুরো দেশের মতো নিকলী উপজেলায়ও একই অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। কৃষি শ্রমিকরা কাজে যেতে পারছে না, কৃষি শ্রমিকদেরও এলাকার মানুষদের যাতায়াতের জন্য রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজিসহ অন্যান্য যানবাহনও চলাচল করতে পারছে না লকডাউন থাকার কারণে। কর্মহীন মানুষগুলো কর্মের জন্য যেমন দৌড়াচ্ছে তেমনি অন্ন সংগ্রহের জন্যও দাপিয়ে বেড়াচ্ছে। কর্মহীন মানুষগুলোর প্রয়োজন খাদ্যের।

এই পরিস্থিতিতে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়ার আহমেদ (তুলিপ)-এর সার্বিক তত্ত্বাবধানে ও নিকলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল শনিবার (২ মে) উপজেলা সদরে কারার বুরহান উদ্দিন মার্কেটের সামনে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, বুট, চিনি, খেজুর ও সেমাই বিতরণ করা হয়েছে।

কর্মহীন হওয়া ১০০ রিকশাচালকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাত্তার মিয়া, যুবলীগ নেতা জাকির হোসেন, সোহেল, রাজন, রাসেল মিয়া ও হাফিজ।

Similar Posts

error: Content is protected !!