ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর শিমুলতলী ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে এক যুবক পানির নিচে তলিয়ে যান। অনেকেই ধারণা করছে পানিতে তলিয়ে যাওয়া ওই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে শিমুলতলী ব্রিজের উত্তর-পশ্চিম কোনায় রসপুর গ্রামের শ্রী শুকরা পাহানের ছেলে ৩ সন্তানের জনক শ্রী মতিস পাহান (৩৫) তার বড় ছেলে জীবনকে সাথে নিয়ে নদীতে মাছ ধরতে আসেন। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে ছেলে ও স্থানীয়দের ডাক চিৎকারে অনেকেই খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি তারা। রাতেই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরির্দশন করেন। ২০ সেপ্টেম্বর সকাল থেকেই চলে উদ্ধার অভিযান।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, এসআই মোকাররম হোসেনসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজে সহযোগিতার দায়িত্বে রয়েছেন।
এলাকাবাসী জানান, নিখোঁজ মতিস পাহান নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন এবং নেশাদ্রব্য সেবক করতেন। ঘটনার দিন মাছ ধরতে আসার সময় হয়তো নেশাজাতীয় কিছু পান করেছিলেন এমনই ধারণা করেছেন স্থানীয়রা।