ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্রীণ ভয়েসের ফ্রি মেডিকেল ক্যাম্প

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের ৮ শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্রীণ ভয়েস’র ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান মো. সালেহ উদ্দিন আহমেদ।

গ্রীণ ভয়েস, নওগাঁ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস’র প্রধান সমন্বয়ক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবেশবিদ মো. আলমগীর কবির, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক ও গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় সদস্য মো. আসাদুর রহমান, গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রায়হান পারভেজ, গ্রীন ভয়েস নওগাঁ জেলা সমন্বয়ক মো. ফারুক হোসেন সবুজসহ অন্য সদস্যবৃন্দ।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক মাকসুদ হাসান সিয়াম, মাইদুল ইসলাম, মশিউর রহমান মুন্না. অমি, সার্জারি চিকিৎসক ইসতিয়াক আহমেদ, গাইনী চিকিৎসক অতিতি রহমান ও দন্ত চিকিৎসক সালেকীন চৌধুরীসহ ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে চিকিৎসা প্রদান করেন।

উল্লেখ্য, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ইতিমধ্যেই ধামইরহাটসহ বিভিন্ন উপজেলায় শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে। তার সহযোগী প্রতিষ্ঠান মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার আলোকিত সমাজ ও মানবিক মানুষ গড়তে বিশেষ ভূমিকা পালন করছে। অপরদিকে সবুজ দেশ গড়তে গ্রীণ ভয়েস নামক সামাজিক সংগঠন দেশের এক নামে পরিচিত। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ আলমগীর হোসেন এই তিন সংগঠনের মূল সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা।

Similar Posts

error: Content is protected !!