প্রবাসে বসে ভোট ও নির্বাচনে অংশ নিতে ইসির সেমিনার

আমাদের নিকলী ডেস্ক ।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে সেমিনার করবে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেমিনার আয়োজিত হবে। প্রবাসীরা বিদেশে বসেই যেন ভোট দিতে পারে সেজন্য মতবিনিময় করা হবে।

জানা গেছে, সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, অংশীজন এবং আট দেশে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। এ সেমিনার ফলপ্রসূ হলে ভোটার তালিকা বিধিমালা- ২০১২ এর ১১ ধারা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা ভোটার ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন।

এর আগের কমিশন বিভিন্ন সময় প্রবাসীদের ভোটার ও ভোট দেয়ার ব্যবস্থার কথা ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। ড. শামসুল হুদা কমিশনের দুই কমিশনার এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে যুক্তরাজ্য সফর করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।

সূত্র : প্রবাসীদের ভোটার করতে সেমিনার করবে ইসি  [জাগো নিউজ, ১৬ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!