কাচ নাকি প্লাস্টিক- কোন পাত্রে পানি পান স্বাস্থ্যকর?

আমাদের নিকলী ডেস্ক ।।

প্লাস্টিক নিয়ে এখন সচেতনতা বাড়ছে। অনেকেই আর প্লাস্টিকের পাত্রে খাবার রাখেন না, প্লাস্টিকের বোতলে পানি বা অন্যান্য পানীয় তরল রাখতে চান না। তার বদলে বেছে নিচ্ছেন কাচের বোতল। কিন্তু এই কাচের বোতলও কি সম্পূর্ণ নিরাপদ? কী বলছেন বিজ্ঞানীরা?

আপাত দৃষ্টিতে মনে হতে পারে পানি রাখার জন্য কাচের বোতল খুবই নিরাপদ। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। কারণ বিজ্ঞানীরা বলছেন, নানা ধরনের কাচ রয়েছে। তার প্রতিটা খাবার বা পানীয় রাখার জন্য মোটেই নিরাপদ নয়।

এমন বেশ কিছু কাচের বোতল আছে, যার মধ্যে সীসা, ক্যাডসমিয়াম, ক্রোমিয়ামের মতো উপাদান থাকে। এই ধরনের বোতল থেকে দীর্ঘ দিন পানি খেলে, তা শরীরের বহু ক্ষতি করতে পারে। এমনকি ক্যান্সারজাতীয় অসুখের আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তা হলে কেমন বোতলে পানি রাখবেন?

বিজ্ঞানীদের বক্তব্য, “ফ্লিন্ট গ্লাস টাইপ ৩” গোত্রের কাচের তৈরি বোতলে পানি রাখতে পারেন। চিকিৎসার প্রয়োজনে এই ধরনের কাচের পাত্র ব্যবহার করা হয়। আপনার কাচের বোতল নিরাপদ কি না, সে বিষয়ে যদি নিশ্চিত না হন, তা হলে কাচের বোতলও এড়িয়ে চলাই ভাল। তার বদলে তামার পাত্রে পানি রাখাই উত্তম।

 

সূত্র :  Aqua SanaWashington Post  অবলম্বনে

Similar Posts

error: Content is protected !!