জাভির বার্সায় ফিরছেন দানি আলভেস!

আমাদের নিকলী ডেস্ক ।।

বার্সায় কোচ হিসেবে কিংবদন্তি মিডফিলডার জাভি হার্নান্দেজ নিয়োগ পাওয়ার পর থেকেই যেনো বদলাতে শুরু করলো ন্যু ক্যাম্পের চিত্র। দুই ফিজিও বরখাস্ত এবং ক্লাবে তৈরি করা হলো ৯টি নতুন নিয়ম। যা না মানলে গুনতে হবে জরিমানা অথবা পেতে হবে শাস্তি।

এবার যেনো নতুন আরো কিছু চমক নিয়ে আসছেন জাভি। সপ্তাহ খানেক বাতাসে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস বার্সায় আসার গুঞ্জন উড়লেও এবার তা নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। বার্সেলোনার প্রতিনিধিরা এখন আলভেজকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।

সেপ্টেম্বর মাসে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সাথে চুক্তি শেষ হয়েছে ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেসের। তিনি এখন একজন ফ্রি এজেন্ট হিসেবেই ট্রান্সফার মার্কেটে রয়েছেন। গত মাসে চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সার ১-০ জয়ের ম্যাচে ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন তিনি। প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা কিছুদিন আগে বলেছিলেন, ‘আলভেস খেলার দৃষ্টিকোণ থেকে ক্লাবটিকে সহযোগিতা করতে চায়।’

সদ্য বিদায়ী কোচ রোনাল্ড কোম্যান থাকাকালিন বার্সেলোনা আলভেসকে ফিরিয়ে আনতে ইচ্ছুক ছিল না; কিন্তু সম্প্রতি জাভি নিয়োগের পর ক্লাবের মতামতে পরিবর্তন এসেছে।

জাভি মনে করেন, আলভেসের অভিজ্ঞতা ও নেতৃত্বকে মূল্য দেয়া দরকার। তিনি বিশ্বাস করেন, আলভেস ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই বার্সেলোনা খুব শিগগির তাকে দলে ফেরানোর ঘোষণা দিতে চায়।

আলভেস ক্লাবের তরুণ রাইট ব্যাক সারজিনো ডেস্ট এবং অস্কার মিঙ্গুয়েজার জন্য প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি করবে, সাথে তাদের খেলায় নতুন কৌশল যোগ করতে সহায়তা করবে।

২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান এ কিংবদন্তি ডিফেন্ডার। ২০১৬ সালে বার্সা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। বার্সার হয়ে ২৩টি ট্রফি জিতেছেন তিনি।

Similar Posts

error: Content is protected !!