বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২২ মার্চ ২০২২) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ আফজল।
নিকলী সরকারি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম নিকলী উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট আসাদুল হক লিটন।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের এমপি মো. আফজাল হোসেন, কিশোরগন্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগন্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, কিশোরগন্জ-১ আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কিশোরগন্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু ও অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
উল্লেখ্য, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ২০৬ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন পেয়েছেন ৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন পেয়েছেন ১৪৬ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৯৯ ভোট এবং উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ পেয়েছেন ৩২ ভোট।