ধামইরহাটে সমাজসেবা দপ্তর কর্তৃক সুদমুক্ত ঋণ বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দপ্তর কর্তৃক ১৯ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ (বৃহস্পতিবার) ঋণ বিতরণ সংক্রান্ত ইউপিআইসি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ২টি গ্রামের ৬টি দলভুক্ত ৬৬ জন সদস্যের মাঝে পুনঃবিনিয়োগ হিসেবে ১৯ লাখ ২৯ হাজার ৪শত টাকার ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. আবু মুছা স্বপন, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় সমাজসেবা অধিদফতর ১৯৭৪ সালে সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রচলন করেছিলো। সেই থেকে আজ পর্যন্ত এই কার্যক্রমের সুবিধাভোগীরা সুদমুক্ত ঋণ নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন সাধিত করেছেন। ১০ জন সদস্যবিশিষ্ট একটি দলের মাধ্যমে নিয়মিতভাবে এই ঋণ প্রদান করা হয়ে থাকে।

Similar Posts

error: Content is protected !!