কিশোরগঞ্জ জেলা আ’লীগ সভাপতি কামরুল আহসান মারা গেছেন

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২ মে) ভোর ৫টার দিকে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, রোববার (১ মে) শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, ছয় ছেলে ও অত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার (২ মে) দুপুরে জোহর নামাজের পর ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ জেলার মিঠামইন উপজেলায় নেওয়া হবে।

 

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!