নিকলীতে কৃষকের বাড়ি থেকে ৩টি ষাঁড় চুরি

মোঃ হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) রাতে গরু চুরির হয়েছে। এতে দরিদ্র কৃষক পরিবারটি এখন দিশেহারা।

উপজেলার সদর ইউনিয়নের ষাইটধার সীতারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সাহাব উদ্দিনের বাড়ি থেকে গত মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) রাতে ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। গরুগুলোর মালিক সাহাব উদ্দিন স্থানীয় একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তার সাথে আরো ৫০ হাজার টাকা মিলিয়ে দুই মাস আগে গরুগুলো কিনেছিলেন দরিদ্র এই কৃষক।

“আমাদের নিকলী ডটকম”-এর এই বিশেষ প্রতিনিধিকে মুঠোফোনে সাহাব উদ্দিন জানান, প্রতি কোরবানি ঈদকে সামনে রেখে আমি গরু কিনি। এ থেকে আয় দিয়ে কোনো রকমে পরিবার নিয়ে টিকে আছি। এবারও কিছু লাভের আশায় গরুগুলো কিনেছিলাম। দুই মাস যাবত লালন-পালন করেছি। এই চুরির ঘটনায় আমার পরিবারটি নিয়ে এখন পথে বসার উপায়। একদিকে এনজিওর ঋণ বোঝা, অন্যদিকে দীর্ঘদিনের জমানো একমাত্র সম্বলগুলো হারিয়ে আমি এখন নিঃস্ব।

এই চুরির ঘটনায় এলাকার কৃষক পরিবার এবং খামারিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

চুরি সম্পর্কে নিকলী থানার অফিসার ইনচার্জ মুনসুর আলী আরিফ জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

Similar Posts

error: Content is protected !!