বিশেষ প্রতিনিধি ।।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বব্যাপী। আমাদের দেশও এই প্রভাবের বাইরে নেই। বিশ্বের তাপমাত্রার সাথে তাল মিলিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিবেশ। গত এপ্রিল-মে মাসে দেশের উচ্চ তামাত্রায় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে। অনেকের হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিছুসংখ্যক মৃত্যুর খবরও জানা গেছে। এই গরম থেকে রক্ষা পেতে সবার সচেতনতার পাশাপাশি গাছ লাগানোর বিকল্প নেই।
এমনই পরিস্থিতিকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে একদল সমমনা মানুষের গড়া “উদ্ভট ক্লাব” উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) উল্লেখযোগ্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে নানা জাতের চারাগাছ।
প্রথমবারের মতো আয়োজনে ক্লাবের সদস্যরা কাঁঠাল, মেহগনি, লেবু, কামরাঙ্গা, মালটা, জাম্বুরা, পেয়ারা ও সুপারির ১ হাজার ৬০০ চারা বিতরণ করেন। নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট হাইস্কুল, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, নিকলী কেন্দ্রীয় ঈদগাহের পাশের মাদ্রাসা, এমদাদুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। একই সাথে ক্লাব সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণেও বিভিন্ন চারা রোপণ করেন।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মহসীনা সুবাহান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন আহমেদ, নিকলী সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আফরোজ (মুন্নী) এবং আয়োজক ক্লাবের সদস্য শেখ রাসেল, জাকির হোসেন, মিঠুন সাহা, কার্তিক সূত্রধর, আবু ইমরান রানা, আবুল খায়ের উজ্জ্বল, আসাদুল ইসলাম রাসেল, মোঃ ইকবাল হাসান, ফাইজুল ইসলাম, মোঃ সুমন মিয়া ও মোঃ মামুন মিয়া।
আয়োজক উদ্ভট ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শুরু করেছি উপজেলা সদরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে। পরবর্তীতে এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম ক্রমান্বয়ে পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে দেয়ার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।