লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাইয়ে আাইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল চৌধুরী। সভায় প্রধান অতিথি বর্তমানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নীত থাকায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় মদ, জুয়া, গাজা, চুরি, ডাকাতি তুলনামুলক হ্রাস পেয়েছে। সেই সাথে দাঙ্গা-হাঙ্গামা, বাল্য বিয়েসহ সামাজিক অবক্ষয় রোধ স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় অনেকাংশে কমে যাওয়ায় এলাকায় শান্তি বিরাজ করছে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং মদ, জুয়া, গাজা, চুরি, ডাকাতিসহ যে কোনো অসামাজিক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম, নুরুজ্জামান মোল্লা, আঃ হাই কামাল, সিরাজুল ইসলাম প্রমুখ।