মো.আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
জাতীয় সংসদের কিশোরগঞ্জ ০৫ (বাজিতপুর- নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন এবং বাজিতপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মো: আনোয়ার হোসেন আশরাফের মাতা আলহাজ্ব রেজিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর সোয়া ৩টায় তিনি মারা যান। মরহুমার জানাজার নামাজ আগামীকাল রোববার ২৪ এপ্রিল বাদ আসর বাজিতপুর নোয়াপাড়া বাজার খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি ও আমাদের নিকলী ডটকম পরিবার।