আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ার গাছ বাজার এলাকায় ২০টি করাত কলকে (স’মিল) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৭টি করাত কলকে ১০ হাজার টাকা এবং ৩টি কলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল।
কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল বাংলানিউজকে বলেন, এসব করাত কলগুলোর (স’মিল) লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর