কিশোরগঞ্জের ২০ স’মিলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ার গাছ বাজার এলাকায় ২০টি করাত কলকে (স’মিল) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৭টি করাত কলকে ১০ হাজার টাকা এবং ৩টি কলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল।

কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিল বাংলানিউজকে বলেন, এসব করাত কলগুলোর (স’মিল) লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর

Similar Posts

error: Content is protected !!