মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরের গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম কাউছার আলী খোকন সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব অভিভাবকদের তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক-শিশিক্ষা ও আমাদের। আপনার সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না সেটা গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন ১৮ বছরের আগে কোন মেয়েকে বিবাহ না দেয়ার জন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।
এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোবাহান, সহকারী প্রধান আনিছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মাও: আব্দুর রউফ, আতাউর রহমান, শাহজাহান আলী, সহকারী শিক্ষক মাও: ইউনুস আলী, জাহাঙ্গীর হোসেন, আবু বক্কর সিদ্দিক, মাসউদ আলম, ওহেদুর রহমান, নিরাশ চন্দ্র, আকতার বানু, পলি আকতার, অভিভাবক সদস্য মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন হাজেরা বেগম সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।