নিকলী নতুন বাজারে পাকা ঘাট নির্মাণ করা হচ্ছে

nikli natun bazar ghat

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী নতুন বাজারে একটি পাকা ঘাট নির্মাণ শুরু হয়েছে। আগামী দশ থেকে পনের দিনের মধ্যে ঘাট তৈরির কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে।

জানা যায়, নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন ও নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সহযোগিতায় এই ঘাট নির্মাণ কাজে বিশেষ বরাদ্দ দেয়া হয়। এই প্রকল্পের অধীনে আরো দু’টি স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি টয়লেট ও একটি টিউবওয়েল নির্মাণ। এগুলো স্থাপন করা হবে নিকলী বেরিবাঁধে। সব মিলিয়ে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ৩ লাখ টাকা।

nikli natun bazar ghat
আবু তাহেরের দোকান ও শাহজাহানের চায়ের স্টলের মাঝামাঝি; এখানেই নির্মাণ করা হচ্ছে পাকা ঘাট

নিকলী নতুন বাজারের পশ্চিম পাশে বয়ে গেছে একটি খাল। যেটি সোয়াইজনি নদী থেকে নতুন বাজার হয়ে সদর হাসপাতাল পর্যন্ত গিয়েছে। সব ধরনের পণ্য পরিবহনে এই খালের গুরুত্ব রয়েছে। বিশেষ করে মাছ ব্যবসায়ীরা হাওর ও নদী থেকে আহরিত মাছ বাজারের আড়তে পৌছাতে এই খাল খুবই গুরুত্বপূর্ণ। ২০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত ঘাটটি নির্মাণের ফলে পণ্যবাহী নৌকা আসলে পণ্য খালাসে সুবিধা হবে।

নতুন বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে টেলিফোনে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ঘাট নির্মাণের ফলে ব্যবসায়ীরা তাদের মালামাল আনা-নেয়ায় অনেক সুবিধা ভোগ করবেন। পরিবহন খরচও কিছু কমে আসবে বলে তারা মত দেন। পাশাপাশি খালের কিছু অংশে দুই পাড়ের বাসিন্দা কর্তৃক দখল হয়ে যাওয়ায় নৌকা চলাচলে বিঘ্ন হচ্ছে। এ বিষয়েও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!