ভাষাসৈনিক ও বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই

Sadek Khan journalist

আমাদের নিকলী ডেস্ক ।।

বিশিষ্ট সাংবাদিক, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও কলামিস্ট সাদেক খান আজ সোমবার ১৬ মে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার কর্মময় জীবন ছিল বর্ণাঢ্যময়। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক।

Sadek Khan journalist

তার ভাই ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় তার লাশ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় প্রেসক্লাবে আনা হবে এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

পাকিস্তান এসেম্বলীর স্পিকার মরহুম আবদুল জব্বার খাঁনের বড় ছেলে মরহুম সাদেক খানের লাশ বনানীতে তার পিতার কবরে সমাহিত করা হবে।

সাদেক খানের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। কাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় সাদেক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে জাতি একুশে পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট বরেণ্য সাংবাদিককে হারালো। তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন।

গুণী এই সাংবাদিকের মৃত্যুতে আমাদের নিকলী ডটকম শোক জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!