অষ্টগ্রাম উপজেলায় আওয়ামীলীগ ৬, স্বতন্ত্র ২টিতে জয়ী

nikli up result

নিজস্ব সংবাদদাতা ।।
সারাদেশে পঞ্চম ধাপে শনিবার ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে আওয়ামীলীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন : পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মোঃ কাছেদ মিয়া (আওয়ামীলীগ), দেওঘর ইউনিয়নে ইব্রাহীম মিয়া (আওয়ামীলীগ), কাঁচতল ইউনিয়নে সাইফুল হক (আওয়ামীলীগ), অষ্টগ্রাম সদর ইউনিয়নে সৈয়দ ফারুক আহম্মেদ (আওয়ামীলীগ), বাঙালপাড়া ইউনিয়নে মোঃ এনামুল হক (আওয়ামীলীগ), কলমা ইউনিয়নে রাধাকৃষ্ণ দাস (আওয়ামীলীগ), আদমপুর ইউনিয়নে ফজলুল করীম বাদল (স্বতন্ত্র) এবং আব্দুল্লাহপুর ইউনিয়নে মোঃ মুক্তার খান (স্বতন্ত্র) হিসেবে নির্বাচিত হন।

 

মিঠামইন ও অষ্টগ্রামের নির্বাচনের আরো সংবাদ

মিঠামইনে মেম্বার প্রার্থীকে কুপিয়েছে তার প্রতিপক্ষ

মিঠামইনে আওয়ামীলীগ ৪, স্বতন্ত্র ৩টিতে জয়ী

Similar Posts

error: Content is protected !!