পাকুন্দিয়ায় আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরঞ্জের পাকুন্দিয়ার হোসেন্দী ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে রাতের আঁধারে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে উপজেলার হোসেন্দী বাজারে অবস্থিত নির্বাচনী অফিসটিতে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সময়ে দুর্বৃত্তরা অফিসের ভেতরের আসবাবপত্র, বঙ্গবন্ধুর ছবি ও প্রচারণার জন্য রাখা ডামি নৌকা ভাঙচুর, ক্যাম্পের তোরণে টানানো নৌকায় অগ্নিসংযোগ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ প্রার্থী মো. রফিকুল হক টিটু। সকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর নৌকার সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন ও ওসি হাসান আল মামুন ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। নির্বাচনী ক্যাম্পের কেয়ারটেকার মো. ইদ্রিছ আলী কিরণ বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন বলেও জানান মো. রফিকুল হক টিটু। আগামী ৪ জুন হোসেন্দী ইউনিয়নসহ পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোস্তফা কামাল আকন্দের কর্মী সুজন (৩৪), একু মিয়া (৪৫), তন্ময় (১৮) ও কাছম আলী (৪৫) কর্মীসমাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বটতলা চৌরাস্তা বাজার সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে আওয়ামীলীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী নাজমুল আলম রুবেলের কর্মী-সমর্থকরা তাদের গতিরোধ করে লাঠিসোটা দিয়ে ব্যাপক মারধোর করে ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

Similar Posts

error: Content is protected !!