শিক্ষার দূত আবদুল হামিদ স্মারক গ্রন্থে লেখা আহ্বান

abdul hamid sir

নিজস্ব প্রতিবেদক ।।

প্রয়াত শিক্ষক আবদুল হামিদ। নিকলীর শিক্ষার দূত। তার জীবন, শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা, সৃষ্টি, চিন্তাভাবনা, সামাজিক অবদান এবং একান্ত ব্যক্তি আবদুল হামিদ স্যার সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আমাদের নিকলী ডটকম একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, নিকলীর মতো পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই গুণী শিক্ষকের জীবন ও কর্ম নতুন প্রজন্মকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। পাশাপাশি মানবিক চেতনা বিকাশ ও দেশাত্মবোধের স্ফূরণ ঘটানোর ক্ষেত্রেও সহায়ক হবে।

abdul hamid sir

প্রকাশিতব্য স্মারক গ্রন্থটিতে থাকছে আবদুল হামিদ স্যারের সংক্ষিপ্ত জীবনী, স্যারকে নিয়ে স্মৃতিচারণ, স্যারের সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড, স্যারকেন্দ্রিক সংগঠনের কর্মকাণ্ড, স্যারের অবদান ও কাজের বস্তুনিষ্ঠ মূল্যায়ন, স্যার সম্পর্কে পরিবারের সদস্যদের অনুভূতি, স্যারের নিজস্ব প্রকাশনা ও স্যারের ছবি।

আপনিও লিখতে পারেন এই স্মারক গ্রন্থে। এজন্য আগামী ২ জুলাই ২০১৬-এর মধ্যে আপনার লেখা ও স্যারের ছবি (যদি থাকে) জমার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ : স্মারক গ্রন্থ সমন্বয়ক, ০১৬৭৫৫১২৩৬২, ইমেইল : amadernikli@gmail.com

Similar Posts

error: Content is protected !!