মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষা শুরু

নির্ধারিত তারিখের টানা ৫দিন পর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। নিকলী উপজেলার মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ে জেডিসি পরীক্ষা অদ্য শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে। এতে নিকলী উপজেলার আরও ৫টি দাখিল মাদ্রাসা মিলিয়ে সর্বমোট ২২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু তার মধ্যে ২১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব ও মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাহবুবুর রহমান জানিয়েছেন কেন্দ্রটিতে সর্বমোট ৫টি দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

আব্দুল্লাহ আল মুহসীন, নিকলী

Similar Posts

error: Content is protected !!