বাজিতপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্র আহত

eve teasing bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় ও প্রতিবাদ করায় মো. মবিন মিয়া (১৩) নামের এক স্কুল ছাত্রকে পিঠিয়ে আহত করেছে ইভটিজাররা।

গত ১ আগস্ট সোমবার বিকালে উপজেলার বলিয়ার্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মো. মবিন মিয়া ইউনিয়নের আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান উচ্চ বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে উসমান, মিজান, ইয়াসিন ও সজল নামের কয়েকজন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। প্রতিদিনের মতো সোমবারও স্কুলশেষে বাড়িতে ফেরার পথে তারা ছবি তুলতে চেষ্টা চালায়। ছাত্রীদের উত্ত্যক্ত করার দৃশ্য দেখে সাথে থাকা ছাত্ররা প্রতিবাদ করে ও বাধা প্রদান করে।

eve teasing bajitpur

এক পর্যায়ে বখাটেরা মবিনকে আক্রমণ করে মারধর করে। এতে বখাটেরা রড ও রিকশার চেইন ব্যবহার করে। ঘটনা ঘটনার সাথে সাথেই আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত আহত মবিনের চিকিৎসার জন্য বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শারজিল হাসান ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লাকে অবহিত করে বিদ্যালয়ের পক্ষ থেকে এজাহার আকারে থানায় জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে গত মঙ্গলবার ২ আগস্ট বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!