নিজস্ব প্রতিবেদক ।।
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় নিকলী জি,সি পাইলট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র গিয়াস উদ্দিনের কলেজ ভর্তি সম্পন্ন হয়েছে। সেই সাথে তার উচ্চ মাধ্যমিকের বইপত্র কেনার দায়িত্ব নিলো নিকলীকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম “আমাদের নিকলী ডটকম“।
আমাদের নিকলী ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক (ফেসবুক নাম : তামবীন আহসান) তার ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা অর্থ থেকে মেধাবী শিক্ষার্থী গিয়াস উদ্দিনের উচ্চ মাধ্যমিকের বইপত্র কেনার ব্যবস্থা করেন। ১৯ আগস্ট শুক্রবার গিয়াস উদ্দিনের কাছে সহযোগিতার প্যাকেট হস্তান্তর করেন “আমাদের নিকলী ডটকম“-এর বিশেষ প্রতিনিধি ও নিকলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল মোমেন স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের নিকলী ডটকম-এর নিজস্ব প্রতিবেদক ও নিকলী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মহসিন।
আর্থিক দৈন্যতায় যখন তার কলেজে ভর্তি হওয়া প্রায় অনিশ্চিত তখন এ নিয়ে নিকলীভিত্তিক প্রথম অনলাইন নিউজ পোর্টাল আমাদের নিকলী ডটকম “অর্থাভাবে আটকে গেছে গিয়াস উদ্দিনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রাথমিক অবস্থায় তার ভর্তির যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন নিকলীরই এক কৃতি সন্তান এডভোকেট জামিউল হক ফয়সাল। তিনি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট নামে একটি আইন সহায়তা দানকারী সংগঠনের সাথে জড়িত রয়েছেন।