নিজস্ব প্রতিবেদক।।
নিকলী উপজেলা ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ মঙ্গলবার ২৩ আগস্ট দুপুর ১২টায় হাওর পর্যটন এলাকা নিকলী বেরীবাঁধে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় কর্মরত ২৮টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি সর্বসম্মতিক্রমে এশিয়াটিক ফার্মাসিউক্যালস-এর কারার ইশতিয়ারুল আহম্মেদ শরীফকে সভাপতি এবং টেকনো ড্রাগস লিঃ-এর মো. শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নির্বাচিতরা ৩ বছরমেয়াদী ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করবেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. আবদুল্লাহ আল শাফী। এছড়াও নিকলী উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. সেলিম, সম্পাদক সঞ্জয় সাহা, উপজেলা পল্লী ডাক্তার সমিতির সভাপতি আবু বাক্কার, সম্পাদক কারার অমৃত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিকলী উপজেলা ফারিয়ার বিগত কমিটিতে এই দুইজনই সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেন।