গোরস্থানে জলাবদ্ধতা, দাফনে বিড়ম্বনা

guroi graveyard

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের উত্তর পাড়া গোরস্থান বর্ষার পানিতে জলাবদ্ধ হয়ে গেছে। গোরস্থানের প্রবেশ পথ বুক পানিতে ডুবে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর পাড়া গোরস্থানটি নিচু এলাকায় হওয়ায় অল্প পানিতেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

guroi graveyard

অনেক সময় নৌকা নিয়ে গোরস্থানের ভেতরে প্রবেশ করে অপেক্ষা করতে হয়। এ অবস্থা দূর করতে সামনের জায়গা আরো উঁচু করা দরকার।

গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের হোসেন বলেন, বর্ষার পানিতে উত্তর পাড়া গোরস্থানের সামনের অংশ তলিয়ে গেছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!