মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাজিতপুর কলেজে অনুষ্ঠিত হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা।
৩ সেপ্টেম্বর সকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কলেজ পরিবার আয়োজন করে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. কা. মো গোলাম মোস্তাফার সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, এডভোকেট শৈলেশ্বর দাস, এডভোকেট এনায়েতুর রহমান, অধ্যাপক বিমল কুমার সরকার, অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মজিবুল হক, নিউ মার্কেট জামে মসজিদের খতিব মো. সামসুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে দেশ থেকে সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রভাষক আঞ্জুমান আরা ইসলাম ক্যামি ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।