পূর্বগ্রাম যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার জংগিল হাটি ময়দানে বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান। মাহফিলে আরো দেশবরেণ্য উলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান অতিথি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করে মাহফিল শেষ করেন।