প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই বসতি, খোলা আকাশের নিচে বাস

fire bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি হতদরিদ্র পরিবারের বসতভিটা। এর ফলে ৭দিন যাবত খোলা আকাশের নিচে বসতি করছে হতদরিদ্র পরিবারটি। গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার পূর্বশক্রতার জেরে উপজেলার হুমাইপুর ইউনিয়নের টানগুসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

fire bajitpur

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর বিকালে পূর্বশক্রতার জের ধরে আলী আহম্মদ ও তার আরো কয়েকজন লোক মিলে হতদরিদ্র আলাল মিয়ার ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে করে আলাল মিয়ার ঘরের সমস্ত আসবাবপত্র, সাইকেলসহ অন্তত দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আলাল মিয়া বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান।

Similar Posts

error: Content is protected !!