মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার উপজেলার পিরিজপুর ইউনিয়নের স্বেচ্ছায় রক্তদান সংগঠন “রক্ত কণিকা” ও সামাজিক উন্নয়ন সংগঠন “নিলখী একতা উন্নয়ন সংঘ” যৌথ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে।
সকাল ৯টার দিকে এ কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মো. ইসমাঈল ভূঁইয়া। পরে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে একে একে শীতার্তদের হাতে কম্বল তুলে দেয় বিতরণী টিম।
এ সময় পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, প্রচেষ্টা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।