মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার মাইজচর ইউনিয়নের হাওরে সেচের স্কীমের জের ধরে পারকচুয়ার নয়াহাটি গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নি সংযোগ ও ভাংচুর করলে তারা আহত হয়।
পরে আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাচ্চু মিয়া বাদী হয়ে ২৫-৩০ জনকে আসামী করে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।