স্ত্রী হত্যা মামলায় নিকলীতে স্বামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে ৪-৫ মাসের অন্তঃস্বত্বা স্ত্রী উমা খান (৩০) হত্যা মামলার প্রধান আসামি স্বামী দিদারুল আলম ভূইয়াকে (৩৫) গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাতে উপজেলা সদরের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিদার উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মো. কাদির ভূইয়ার ছেলে।

এ বছরের ১৯ অক্টোবর রাতের কোনো এক সময় দিদারুল আলম ভূইয়া স্ত্রী উমা খানকে হত্যা করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। আত্মহত্যা করেছে বলে এক আত্মীয়ের মাধ্যমে ওইদিন ভোরে পার্শ্ববর্তী বদরপুর গ্রামের উমার বাড়িতে খবর পাঠিয়ে স্বামী দিদারুল আলম ভূইয়া ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

উমার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর পা লাগানো অবস্থায় উমাকে ফাঁসিতে ঝুলতে দেখে সন্দেহ হলে নিকলী থানা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ২৯ অক্টোবর উমার পিতা আ. আহাদ বাদী হয়ে স্বামী দিদারুল আলম ভূইয়াসহ ৬ জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Similar Posts

error: Content is protected !!