নিজস্ব প্রতিবেদক ।।
মঙ্গলবার ১০ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক আকরাম উল হাসান ঢাকা কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কাজী মাসুদ করিমকে সভাপতি ও মিজানুর রহমান সজীবকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে নিকলীর সাজ্জাদ শুভকে করা হয় সহ-আইন বিষয়ক সম্পাদক।
সাজ্জাদ শুভর বাড়ি নিকলী উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের বড়বাড়ি। সে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সের ২য় বর্ষের ছাত্র।
ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সুযোগ পাওয়া সাজ্জাদ শুভ বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান ভাইকে ও আইন বিষয়ক সম্পাদক আশরাফ জালাল খান মনন ভাইকে ধন্যবাদ জানাই। আমি দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য রেখে কাজ করবো।
তার চাচাতো বড়ভাই কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক তারিকুজ্জামান পার্নেল তাকে অভিনন্দন জানান।
এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্র ও নিকলী উপজেলা ছাত্রদলের অনেক নেতা-কর্মী শুভকে অভিনন্দন জানিয়েছেন।
কমিটিতে অন্তর্ভুক্তির খুশিতে সাজ্জাদ শুভর গ্রামের বাড়ি নিকলীতে পরিবার ও স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।