আইএস পরিচয়ে হুমকি দিয়ে গ্রেফতার হলেন অসিত কুমার

asit kumar isis

আমাদের নিকলী ডেস্ক ।।

আইএস পরিচয় দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা ও কলেজ অধ্যাপককে হুমকি দিয়েছিল অসিত কুমার দাস (৫২)। তাকে শুক্রবার ১২ আগস্ট রাতে গ্রেফতার করা হয়েছে। বাসস

বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার ১৩ আগস্ট সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

asit kumar isis

গ্রেফতারকৃত অসিত কুমার দাস বাগেরহাট শহরের দশানী বারোয়ারী মন্দির সংলগ্ন প্রয়াত মনীন্দ্রনাথ ওরফে মনি লাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি জেলার কচুয়া উপজেলার সংদিয়া গ্রামে। হুমকি দেয়া কলেজ শিক্ষকের বাড়িও ওই একই গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বাগেরহাট সদর ব্রাঞ্চের ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে আইএস পরিচয় দিয়ে চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়।

ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে হুমকিদাতা ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অসিত কুমার দাস পুলিশের কাছে হুমকি দিয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত অসিত দাবি করেছে, ব্যক্তিগত বিবাদ ও ঋণ সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই দুই জনকে হুমকি দেন।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!