রাতে বিদ্যুৎবিহীন থাকে পুরো নিকলী

নিজস্ব প্রতিবেদক ।।

দিনের বেলায় যেমনই হোক, নিকলীর রাত প্রায় পুরোটাই কাটে বিদ্যুৎবিহীন।

দিনের বেলায় ঘন ঘন লোডশেডিং হলেও রাতে একেবারেই বিদ্যুৎ নেই। রাতে বিদ্যুৎ সরবরাহ করছে না আগস্টের শুরু থেকেই।

গত এক সপ্তাহেরও বেশি রাত এই অবস্থায় চলছে নিকলীর পল্লীবিদ্যুত। রাতে কেন বিদ্যুত থাকছে না, এই বিষয়ে গ্রাহকদের কাছে কোনো কারণ উল্লেখ করছে না পল্লীবিদ্যুৎ কটিয়াদী জোনাল অফিস।

সাধারণ গ্রাহক এতে চরম বিপাকে পড়ছেন ফ্রিজ নিয়ে। বিদ্যুতের আলো না পেয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। ফ্যান না চলায় গরমে এপাশ ওপাশ করতে হয়। এ অবস্থায় কত দিন থাকবে কেউ জানে না।

এমন বিদ্যুতের অনিশ্চিত আচরণ থেকে সাধারণ মানুষ মুক্তি খুজছেন।

Similar Posts

error: Content is protected !!