জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সহ-সম্পাদক হলেন ফয়সাল

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলীর কৃতি সন্তান এ. এম. জামিউল হক ফয়সালকে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্টের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ. এম. জামিউল হক ফয়সাল ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

jamiul-haque-faisal

জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের এই কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কার্টের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন (সুপ্রীমকোর্টের সাবেক সভাপতি) ও মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন (যুগ্ম মহাসচিব বিএনপি)।

Similar Posts

error: Content is protected !!