সংবাদদাতা ।।
দেশব্যাপী রোভার ও স্কাউটদের অংশগ্রহণে বাংলাদেশ স্কাউট নিকলী উপজেলা শাখা আয়োজিত উপজেলা বিদ্যুৎ ক্যাম্প ২০১৪ বৃহস্পতিবার নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিদ্যুৎ ক্যাম্প ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩ দিন পর্যন্ত চলবে। এতে নিকলী উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার স্কাউটরা অংশগ্রহণ করে। বিদ্যুৎ ক্যাম্প ২০১৪ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগন্জ পল্লী বিদ্যুৎ সমিতির কটিয়াদী জোনাল অফিসের এ,জি,এম মোঃ আফজাল হোসেন মিয়া, মোহরকোনা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, এবি নুরজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ স্কাউট নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিকলী জি,সি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ।