বাজিতপুরে ৪ কি.মি. রাস্তার বেহাল দশা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

মোহাম্মদ আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সরারচর বাজার থেকে পিরিজপুর বাজার রোডের প্রায় ৪ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পতিত হয়েছে। উপজেলার দুইটি ইউনিয়ন পিরিজপুর ও সরারচরের মধ্যকার যোগাযোগের অন্যতম সেতুবন্ধন ব্যস্ততম এ রাস্তার পিচ ঢালায় উঠে যাওয়ায় এ রাস্তাটিতে এখন যানবাহন চলাচলে জনর্দুভোগ চরম রূপ ধারণ করছে। আর এতে করে রাস্তাটিতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

bajitpur-road

১২ মার্চ রোববার রাস্তাটি জনমতামতের ভিত্তিতে পরিদর্শনকালে পিরিজপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের এক বাসিন্দা জানান, সরারচরের সাথে পিরিজপুরের যোগাযোগ করার অন্যতম রাস্তা এটি। ব্যস্ততম রাস্তাটিতে প্রতিনিয়ত কয়েকশ নছিমন, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, থ্রি-হুইলার মাহেন্দ্রসহ অনেক যানবাহন চলাচল করে থাকে। রাস্তাটির পিচ উঠে বড় বড় খানা-খন্দে রূপ নিয়েছে। এতে করে রাস্তাটির খুব খারাপ অবস্থায় পতিত হয়েছে। বর্ষার আগে যদি রাস্তাটির সংস্কার না করা হয় তবে বর্ষা মৌসুমে যানবাহন নয় হেঁটে যাওয়ারও অবস্থা থাকবে না। রাস্তা খারাপের কারণে প্রতিনিয়ত ইঞ্জিনচালিত বাহন, অটোরিকশা, রিকশাসহ প্রায় সকল যানবাহনই দুর্ঘটনায় সম্মুখীন হচ্ছে।

bajitpur-road2

এসময় একই এলাকার এক অটোরিকশা চালক জানান, সব সময় সতর্ক থাকি কখন জানি উল্টে গাড়ি নিচেই না পড়ে যায়! প্রায়ই এ রোডে দুর্ঘটনার কবলে পরে অনেক যাত্রী আহত হচ্ছেন।

এ ব্যাপারে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করতে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!