বাজিতপুরে চাঁদাবাজির দায়ে ৫ ভুয়া মানবাধিকার কর্মী গ্রেফতার

মোহাম্মদ আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে চাঁদাবাজির দায়ে নারীসহ ভুয়া পাঁচ (৫) মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জুম্মাপুর গ্রামে মেসার্স হক ব্রিকস প্রতিষ্ঠানে হিউম্যান রাইটস সোসাইটির ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ভুয়া পরিচয়ধারী বিল্লাল হোসেন (৫৬) মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মিরতরা গ্রামের বাদশা শেখের ছেলে। আব্দুল কাইয়ূম (২৫) পিরিজপুর জেলার বাউখালি থানার কলইবুনিয়া গ্রামের আব্দুল রউফের ছেলে। স্বপন মিয়া (৩১) ভৈরব উপজেলার কালিকা প্রাসাদ গ্রামের আব্দুল গফুর প্রধানের ছেলে। সাদ্দাম মিয়া (২৮) একই উপজেলার খানকা বাড়ি মধ্যপাড়া গ্রামের শাহদূত খানের ছেলে ও শিরিন বেগম (৪৩) মুন্সিগঞ্জ জেলার বশাউল্লাহ গ্রামের আব্দুল ছাত্তারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নারীসহ এ ভুয়া গ্রুপটি ইটভাটায় পরিবেশ দূষণ করছে বলে ও ইট পোড়ানোর জন্য লাকড়ি পুরনো হওয়ার কারণে মেসার্স হক ব্রিকসের মালিক বকুল মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন গ্রুপটি চাঁদা না দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রিপোর্ট করে দিবে বলেও হুমকি দেয়।

এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার সকালে ৩৮৫/৩৪ দণ্ডবিধিতে মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!