জঙ্গিবাদ প্রতিরোধকল্পে নিকলী থানা পুলিশের সভা

নিজস্ব প্রতিনিধি ।।

জঙ্গিবাদ প্রতিরোধ কল্পে শুক্রবার ৩১ মার্চ বিকাল ৪টায় নিকলী থানা কমপ্লেক্স প্রাঙ্গনে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিকলী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মঈন চৌধুরী। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিয়াজুল আয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ খান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সকল স্তরের মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশে চলমান জঙ্গি হামলার নিন্দা জানিয়ে উগ্র সন্দেহভাজন সকল কর্মকাণ্ড প্রশাসনকে অবহিত করতে ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে সহযোগিতার অনুরোধ জানান।

Similar Posts

error: Content is protected !!