ঢাকাস্থ নিকলী সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।

৭ এপ্রিল শুক্রবার ঢাকাস্থ নিকলী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদে গঠিত এই কমিটির প্রথম সভাটি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (ঢাকাস্থ মালিবাগ মোড় সংলগ্ন) বসেছিল। সভাপতিত্ব করেন ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন

সভায় নিয়মিত বিষয়ের পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : উপদেষ্টা পরিষদ গঠন, সংগঠনের নামে ব্যাংক একাউন্ট খোলা, সাধারণ সদস্য ও কার্যকরী পরিষদ সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ, নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান, আসন্ন রোজা উপলক্ষে ইফতার মাহফিল, ঢাকাস্থ নিকলী ছাত্র পরিষদকে একীভূত করা, সংগঠনের নিজস্ব মনোগ্রাম তৈরি।

সভায় উপস্থিত ছিলেন : সিনিয়র সহ-সভাপতি কারার মাহমুদুল হোসেন, রেখা রাণী দেবী, সাংগঠনিক সম্পাদক কারার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসনাত মেনন, এ এম জামিউল হক ফয়সাল, আশরাফুল আলম, আখতারুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান পুটন, দপ্তর সম্পাদক তোফায়েল আহছান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা নাজনীন, আইন বিষয়ক সম্পাদক রেহানে মুস্তফা (রায়হান), ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক শ্যামল, ছাত্র বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান তুষার প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর (অনলাইন) সাংবাদিক সীতেশ কুমার সাহা, মো. শামসুদ্দোহা মাসুদ ও গোলাম আহম্মেদ শাহরিয়ার প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!