সংবাদদাতা ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিকলী উপজেলা শাখার আহবায়ক কমিটি কিশোরগঞ্জ জেলা বিএনপি অনুমোদন দিয়েছেন। নিকলী উপজেলা বিএনপি আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গত শনিবার (০৩-০১-১৫) দুপুরে তৃণমূল নেতাকর্মীদের এক মোটর শোভযাত্রা ও একটি আনন্দমিছিল বিভিন্ন শ্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে স্থানীয় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
জানা গেছে, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুকে আহ্বায়ক, ডা: কফিল উদ্দিন, মো: আবু সাইদ, শফিকুল আলম রাজন, অ্যাডভোকেট মানিক মিয়া, মোজাম্মেল হক আবীর, মো: চান্দালী মেম্বার, হাজী মাসুক মিয়া, তাপস সাহা অপু, আশরাফ উদ্দিন, ডা: সাইফুল ইসলামসহ মোট ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে ১২১ সদস্যবিশিষ্ট নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলা বিএনপি অনুমোদন করে।